কুষ্টিয়ায় বিয়ের আগের রাতে কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর গ্রামের কৃষক বিধান কুমার রায়ের মেয়ে সাথী রায়ের (১৯) বিয়ে উপলক্ষে বাড়িতে চলছিল প্রস্তুতির শেষ পর্যায়। কন্যা সাথী ইন্টারমিডিয়েট ২য় বর্ষের ছাত্রী এবং খোকসা সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের শিক্ষার্থী।
এ ব্যাপারে বিধান কুমার রায় জানান, শনিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মুখোশধারী ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায়। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘর তছনছ করে এবং লুট করে নেয় আনুমানিক ১.৭ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রূপা এবং নগদ ৬০,০০০ টাকা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিয়ের ঘর এখন শোকগ্রস্ত পরিবেশে পরিণত হয়েছে। কনের আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা এমন ঘটনার জন্য দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, 'ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।'
উল্লেখ্য, পাশ্ববর্তী এলাকার সুকুমার বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাসের সাথে সাথীর বিয়ের দিন ধার্য ছিল। তবে বিয়ের আগেই এমন লোমহর্ষক ঘটনায় পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত ও ন্যায়বিচার দাবির পাশাপাশি গ্রামের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মিরপুর, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১৪-৬৭৪৩২৮,