রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। রোববার (১৩ জুলাই) দুপুরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধের জোর দাবি জানান।
প্রথমে সকাল পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। ‘ঢাকা কলেজ’ ব্যানারে তারা স্লোগান দেন, ‘চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘চব্বিশের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘আপস নয় সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’। মিছিলটি সায়েন্স ল্যাব ঘুরে কলেজের সামনেই এসে শেষ হয়।
ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সালেকিন বলেন, “সারা দেশে লাগামহীনভাবে চাঁদাবাজি চলছে। এর পেছনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম বারবার উঠে আসছে। কিন্তু তারা তাদের লোকজনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। মিটফোর্ডে লাল চাঁদের নির্মম হত্যাকাণ্ড তারই একটি পরিণতি। আমরা এই বর্বরতার বিচার চাই।”
পরে বেলা ১টার দিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও তাদের কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করেন। সায়েন্স ল্যাব মোড়ে কিছু সময় অবস্থান করে তারা শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে মিটফোর্ড হাসপাতালে গিয়ে বিক্ষোভে অংশ নেন।
তাদের কণ্ঠে শোনা যায় প্রতিবাদী স্লোগান—‘চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইকে ফিরিয়ে দে’, ‘চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’।
আইডিয়াল কলেজের শিক্ষার্থী আসাদুল্লাহ আজিম বলেন, “বাজার, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড—সব জায়গায় চাঁদাবাজি মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। চাঁদা না দিলে মানুষ খুন হচ্ছে। আমরা এই চরম নৃশংসতার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি।”