ঢাকা, ২২ জুলাই ২০২৫:
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীরা। নিহত ও আহতদের অধিকাংশই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়ায় আজ সকাল থেকে দিনভর বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে প্রায় ৯ ঘণ্টা কলেজ চত্বরে অবস্থান করতে হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাঁরা একাডেমিক ভবন-৭–এর দ্বিতীয় তলায় অবস্থান করেন। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে ভবনের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়।
বিকেলে বের হওয়ার চেষ্টা করেও দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে আসতে বাধ্য হন উপদেষ্টারা। পরে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে পুলিশের পাহারায় কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন তাঁরা।
গতকালের দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু এবং ১৬৫ জন আহত হওয়ার প্রেক্ষাপটে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
নিহতদের সঠিক নাম-পরিচয় প্রকাশ,
আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ,
ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ,
পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল ও নিরাপদ বিমান চালু,
বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার,
শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য সেনাবাহিনীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা।
দুপুরে কলেজের কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে উপদেষ্টাদের এক বৈঠক হয়। বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, “শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। সরকারের পক্ষ থেকে প্রতিটি দাবি পূরণের আশ্বাস দিচ্ছি।”
অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকেও বিবৃতি দিয়ে দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করা হয়। তবে শিক্ষার্থীরা উপদেষ্টাদের বক্তব্যে সন্তুষ্ট না হয়ে বিকেলেও তাঁদের ঘিরে বিক্ষোভ চালিয়ে যান। একপর্যায়ে উপদেষ্টাদের পদত্যাগের দাবিও ওঠে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ে। সন্ধ্যায় পুলিশের বিশেষ পাহারায় কলেজ ত্যাগ করেন উপদেষ্টারা। তাঁদের গাড়িবহর দিয়াবাড়ি মোড় হয়ে মেট্রোরেল ডিপোর পাশ দিয়ে চলে যায়।
বিক্ষোভ ও উত্তেজনার এই ঘটনার পরপরই সাধারণ শিক্ষার্থী, অভিভাবক এবং মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মিরপুর, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১৪-৬৭৪৩২৮,