ঢাকাTuesday , 8 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

আবরার ফাহাদের দেখানো বাংলাদেশপন্থী পথ ধরে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে: নাহিদ ইসলাম

Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবরার ফাহাদ আমাদের দেখিয়েছেন বাংলাদেশপন্থী, ভারতীয় আগ্রাসন বিরোধী ও দিল্লির আধিপত্যবাদ বিরোধী পথ। সে পথ ধরেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল আর সে পথ ধরেই এনসিপি রাজনীতি করছে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থান থেকে গড়ে উঠা এই নতুন রাজনৈতিক দল। পদযাত্রাটি গত ১ জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে।

পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়া এসে পৌঁছেছে এনসিপি’র গাড়ি বহর। এসময় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পদযাত্রা শুরু করে এনসিপি। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের নাহিদ একথা বলেন।

নাহিদ বলেন, আবরার ফাহাদের অপরাধ ছিল, তিনি দেশের মানুষের জন্য কথা বলেছিলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাই ভারতীয় তাবেদার সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী তাকে সারারাত নির্মম নির্যাতন করে শহীদ করে।

তিনি আরো বলেন, ২০১৯ সালে আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপাত্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম। সে আন্দোলন ছিল আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম মাইলফলক।

এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতি গড়তে চায় উল্লেখ করে নাহিদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গত ১৬ বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, আমরা তাদের ধারণ করি। ফ্যাসিবাদ বিরোধী শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিল, যে স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাসম্পন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই বাংলাদেশপন্থী রাজনীতিই করতে চাই।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিল সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।