- নিজস্ব প্রতিনিধি ।।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন। প্রতিবছরের মতো এবারও কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে এই আমের চালানটি বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং সরকারি ব্যবস্থাপনায় দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছানো হয়েছে।
দূতাবাস সূত্রে জানা যায়, প্রায় এক হাজার কেজি হাঁড়িভাঙা আমের এই চালানটি সীমান্ত অতিক্রমের পর ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত দিল্লিতে পাঠানো হয়। আমগুলো সরকারি ব্যবস্থাপনায়, রপ্তানিকারকের মাধ্যমে ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের তত্ত্বাবধানে পাঠানো হয়। কূটনৈতিক উপহার হিসেবে রাষ্ট্রীয় পর্যায়ে দ্রুত ও নিরাপদে আম গন্তব্যে পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
এছাড়া, প্রতিবছর পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের জন্যও আলাদাভাবে আম পাঠানো হয়। ত্রিপুরার জন্য আখাউড়া সীমান্ত এবং দিল্লি ও ভারতের মূল ভূখণ্ডের জন্য বেনাপোল-পেট্রাপোল সীমান্ত ব্যবহার করা হয়। এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক ঐতিহ্য বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।