২৯ আগস্ট ২০২৫, শুক্রবার বিকেলে ঢাকার কাকরাইলের আল-রাজী কমপ্লেক্সে গণ অধিকার পরিষদ (জিএপি) আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটেছে।
বিকেল ৩টায়, গণ অধিকার পরিষদের কর্মসূচি – জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসরদের রাজনৈতিক নিষিদ্ধ, নিবন্ধন বাতিল ও তাদের গ্রেফতারের দাবিতে—বিক্ষোভ মিছিল ডাকা হয় বুড়িগঙ্গার পুরানা পল্টন এলাকার আল-রাজী কমপ্লেক্সে, যা দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
মিছিলটি জাতীয় পার্টির অফিসের সামনে পৌঁছালে উত্তেজনার সৃষ্টি হয়। জাতীয় পার্টি অফিস থেকে মিছিলটির উপর হামলা চালানো হয়। এ সময়ে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে প্রথমে উত্তেজনা, পরে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দোকানপাট ও আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঈর্ষণীয় পরিস্থিতিতে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের দশ মিনিটের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয়, যদিও স্থানটি সংগঠনের নিজস্ব অফিসের সামনে। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ফলে ভিপি নুরুল হক নুরসহ অর্ধ-ডজনের অধিক নেতাকর্মী গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। আহতদের মধ্যে সাধারণ সম্পাদক রাশেদ খান, হাসান তারেক, ফারজানা কিবরিয়া, ময়নুল ইসলামসহ অনেকে রয়েছেন। মারাত্মক আহত ভিপি নুরুল হক নুরর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়—তাদের নিজস্ব কেন্দ্রীয় অফিসের সামনে শান্তিপূর্ণ সমাবেশ ও অবস্থান করার আইনগত ও রাজনৈতিক অধিকার থাকা সত্ত্বেও পুলিশ তাদের বাধ্যতামূলকভাবে এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেয়, কিন্তু হামলাকারীদের তখনই নিবৃত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। নেতাদের ভাষ্য, পুলিশি ও সেনাবাহিনীর শক্ত ব্যবহার গণতান্ত্রিক অধিকার খর্ব করার নজির এবং তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিপরীতভাবে আহতদের সরিয়ে দেয়া হয়েছে।
দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “নিজের অফিসের সামনে অবস্থান করা আমাদের সাংবিধানিক অধিকারের অংশ। সরকার বাধ্যতামূলক অপসারণ ও দমননীতি করছে।” দলের পক্ষ থেকে একইদিন রাতেই প্রতিবাদ ও নতুন কর্মসূচির ডাক দেয় গণ অধিকার পরিষদ।
এ ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে গণতান্ত্রিক অধিকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।