ঢাকাSunday , 24 August 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

এই বছরেই চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান যোগাযোগ

Link Copied!

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চলতি বছরের শেষ নাগাদ সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। সম্প্রতি ঢাকা সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে দুই দেশের উর্ধ্বতন প্রতিনিধিরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। ব্যবসা-বাণিজ্য এবং জনসংযোগ বৃদ্ধি, পর্যটন ও সফর সুবিধার্থে সরাসরি ঢাকা-করাচি, ঢাকা-লাহোর রুটে যাত্রীবাহী ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তানের PIA ও Fly Jinnah-এর পক্ষ থেকে লাইসেন্স ও অনুমোদনের আবেদন করা হয়েছে। সার্বিক অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলে অক্টোবরে প্রথম ফ্লাইট চালু হতে পারে বলে দু’দেশের কর্মকর্তারা আভাস দিয়েছেন।
এই সিদ্ধান্তে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, সার্বিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, এবং পর্যটন ক্ষেত্রের জন্য এটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে Bangladesh-Pakistan ভ্রমণে সংযোগ ফ্লাইটে সময় ও ভোগান্তি বেড়ে যায়; সরাসরি ফ্লাইট চালুর ফলে দুই দেশের মানুষের যোগাযোগ, ব্যবসা ও সম্পর্কের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
উভয় দেশের সরকার জানিয়েছে, এ যোগাযোগ ব্যবস্থা শুধু বাণিজ্যে নয়, বন্ধুত্ব ও আঞ্চলিক সংহতি জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্ল্যান বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিমান কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।