কুষ্টিয়া প্রতিনিধি। ।
কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৮৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন। এসময় চোরাচালানির সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৮২৬ কেজি চায়না দুয়ারী ও কারেন্ট জাল, ৯ কেজি ৮৩০ গ্রাম ভারতীয় রুপা এবং ২৩ বোতল ফেনসিডিল। এসবের বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৫৫ হাজার ৫৩০ টাকা।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মিরপুর, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১৪-৬৭৪৩২৮,