মিরপুর প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার আদর্শপাড়া ও বহলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে এবং পৃথক তিনটি অভিযানে আরও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম জুবায়ের রিগান(৪৪) বহলবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউল হোসেন (৪৭)।তারা দুজনই মিরপুর থানার একটি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার হন।পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল মিরপুরের চুনিয়াপাড়া ঈদগাহ ময়দানে কতিপয় আওয়ামী লীগ নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনায় একটি সভা করছিলেন।এই সময় বিএনপি কর্মী মিরাজুল পথ দিয়ে যাওয়ার সময় তার গাড়ির হেডলাইট ভেঙে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছয়জনকে আটক করে।তাদের কাছ থেকে রামদা, তলোয়ার, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিএনপি কর্মী মিরাজুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতেই রিগান ও আলাউলকে গ্রেফতার করা হয়।
মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান
“নাশকতা মামলায় দুজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে আরও তিন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মিরপুর, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১৪-৬৭৪৩২৮,