২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বাজেট ছিলো এক কোটি ৮৯ লাখ লাখ টাকা। এই বাজেটের অধিকাংশই ব্যয় হয় নির্দিষ্ট খাতে। তবে ভিপি বা জিএসসহ নির্বাচিত প্রতিনিধিদের জন্য আলাদাভাবে এক লাখ টাকার বেশি বিশেষ বরাদ্দ থাকে না।
এই বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান বলেছেন, এ কারণে যারা নির্বাচনের সময় শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা দেয়ার বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন, সেগুলো বাস্তবায়নের সুযোগ খুবই সীমিত।
ডাকসুর মূল গুরুত্ব রাজনৈতিক ভূমিকার ওপর নির্ভরশীল। বিগত সময়ে ক্যাম্পাসে ছাত্র নির্যাতনের বিরুদ্ধে কোন সংগঠনগুলো শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কিংবা ভবিষ্যতে হলে দখল-সন্ত্রাসের বিরুদ্ধে কারা অবস্থান নেবে, সেটাই শিক্ষার্থীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ছাত্রনেতারা দাবি করছেন, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেছেন, আন্দোলন করেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন এবং জেল খেটেছেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে তারা আন্দোলনে থাকতে প্রস্তুত বলে জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সবচেয়ে সচেতন জনগোষ্ঠীর একটি অংশ হিসেবে পরিচিত। তারা মনে করছেন, শুধুমাত্র মিডিয়া ব্যবহার করে রাজনীতি নয়, বরং মাঠে থেকে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম
নির্বাহী সম্পাদক : মো. আশরাফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২২, কলোনি বাজার, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
মোবাইল : ০১৭১২-১৪১৮৭৮, ০১৭৩০-১৭১৭৪৬, ই-মেইল: careergala21@gmail.com