ঢাকাMonday , 18 August 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

বসুন্ধরা চেয়ারম্যান-এমডিসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

nobokanthonews
August 18, 2025 8:22 pm
Link Copied!

 

ঢাকা প্রতিনিধি ● সকাল-সন্ধ্যা ডট কম
চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৭ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।

পরোয়ানার আওতায় আসা অপর দুইজন হলেন— দৈনিক কালের কণ্ঠ সম্পাদক নঈম নিজাম ও শাহেদ মুহাম্মদ আলী।

বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার সোমবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত ২৬ মে মামলাটি দায়ের করা হয়। আদালত আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। কিন্তু তারা হাজির হননি। তাই গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।”

সকাল-সন্ধ্যা ডট কমের প্রতিবেদক রাহেনুর ইসলাম মামলাটি দায়ের করেন। তিনি ২০০৯ সালের ১ জুলাই থেকে দৈনিক কালের কণ্ঠে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে চাকরি শুরু করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২৩ সালের ১৬ অক্টোবর তিনি পদত্যাগ করেন।

কোম্পানির কাছে সার্ভিস বেনিফিট বাবদ উল্লেখযোগ্য অঙ্কের টাকা পাওনা ছিল। এর বিপরীতে তাকে ১০টি চেক প্রদান করা হয়। এর মধ্যে দুটি চেক নগদায়ন হলেও বাকি আটটির মধ্যে দুটি চেক— যার পরিমাণ এক লাখ ৯৬ হাজার ৭৮ টাকা— ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মুগদা শাখায় জমা দিলে গত ২৩ মার্চ অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়।

এরপর ৮ এপ্রিল বাদী আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান। তবুও আসামিরা কোনো ব্যবস্থা নেননি কিংবা পাওনা টাকা পরিশোধ করেননি বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।