কুষ্টিয়ার মিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ পালন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জামসেদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার এবং মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে মৎস্য চাষে নিরলস পরিশ্রম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় তিনজন সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।