কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদ (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে উপজেলার মালিহাদ ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মিরপুর থানা পুলিশ। হামিদ মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাসদ মনোনীত প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল চুনিয়াপাড়া ঈদগাহ মাঠে আওয়ামী লীগের কিছু কর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বৈঠক করছিল। এ সময় বিএনপি কর্মী মিরাজুল বাড়ি ফেরার পথে গেলে তার গাড়ির হেডলাইট ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিকবিদিক ছুটে যায়। তাৎক্ষণিকভাবে ছয়জনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে রামদা, তলোয়ার, লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে মিরাজুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আরও কয়েকজনকে গ্রেফতার করলেও কিছু আসামি পলাতক ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “নাশকতার মামলায় আসামি হামিদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”