কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে ২ হাজার ৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার, ৫ই আগস্ট, দুপুর ১২টার দিকে উপজেলার ছত্রগাছা দক্ষিণ পাড়ার একটি গোডাউনে এই অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি’র দিকনির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজি মোঃ মেশকাতুল ইসলাম।
অভিযানে আরও অংশগ্রহণ করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার এবং ৪৭ বিজিবির সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম।
উদ্ধার করা পলিথিনের ওজন প্রায় ২৫৯৩ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা।
পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উদ্ধারকৃত সব পলিথিন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মিরপুর, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১৪-৬৭৪৩২৮,