কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বেশি নগর গ্রামে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সেমিপাকা ল্যাট্রিন হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে এনজিও বন্ধন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এ ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহাজ্জেল হোসেন বাদশা। প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক ইসমাইল হোসেন, বন্ধন সংস্থার সভাপতি আব্দুল আলিম, এরিয়া ম্যানেজার খাইরুল আলম, বেশি নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম মাস্টার ও ইউপি সদস্য আরিফুল মেম্বার প্রমুখ।
পরে অতিথিবৃন্দ প্রশিক্ষিত ১১ জন হতদরিদ্র মহিলার মাঝে বিনামূল্যে সেমিপাকা ল্যাট্রিন হস্তান্তর করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।