কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আজ (২৫ আগস্ট) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান উদ্ধারকৃত ১৭টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন।
এসময় পুলিশ সুপার জানান, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার মাধ্যমে পুলিশকে অবহিত করার প্রয়োজনীয়তা রয়েছে। এতে করে দ্রুত মোবাইল শনাক্তকরণ ও উদ্ধারের সুযোগ বাড়ে। তিনি আরও বলেন, ভবিষ্যতে মোবাইল চোর ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও ভুক্তভোগী মালিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম
নির্বাহী সম্পাদক : মো. আশরাফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২২, কলোনি বাজার, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
মোবাইল : ০১৭১২-১৪১৮৭৮, ০১৭৩০-১৭১৭৪৬, ই-মেইল: careergala21@gmail.com