পুলিশ মিডিয়া সেল, কুষ্টিয়া | ২১ সেপ্টেম্বর ২০২৫
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান আজ রবিবার (২১ সেপ্টেম্বর) কুমারখালী থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সালামী গ্রহণ করেন এবং থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মালখানা, হাজতখানা ও সরকারী অস্ত্রসমূহ সরেজমিনে ঘুরে দেখেন।
এ সময় তিনি কুমারখালী থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেড পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের প্রতি দায়িত্বশীলতা, সরকারী সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মিজানুর রহমান থানার কর্মকর্তা ও ফোর্সদের পেশাদারিত্ব বজায় রেখে জনগণের আস্থা অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।