ঢাকাTuesday , 9 September 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারার বাহাদুরপুর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

nobokanthonews
September 9, 2025 4:28 pm
Link Copied!

ভেড়ামারা প্রতিনিধি।। 

কুষ্টিয়ার ভেড়ামারা  উপজেলার বাহাদুরপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ মামুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ আসলাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ নেহেদুল হক (পান্নু), জুনিয়াদহ ইউনিয়নের জামায়াতের রোকন সদস্য মোঃ আমিনুল ইসলাম, মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মোখতার আলী, সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোঃ আরিফুল ইসলাম। তাঁর বক্তব্যে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন—
“তোমরা শিক্ষাকে জীবনের মূলধন হিসেবে গ্রহণ করবে। পরিশ্রম ও সততার মাধ্যমেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব। ভালো চরিত্র ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না, তাই নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষককে সম্মান করা, অভিভাবকের কথা শোনা এবং নিয়মিত পাঠ অধ্যয়ন করা প্রত্যেক ছাত্র-ছাত্রীর কর্তব্য। শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে আসতে হবে।”

সকলের আন্তরিক সহযোগিতায় সমাবেশটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।