মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে পৌর কর মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে মিরপুর পৌরসভা চত্বরে এ কর মেলার উদ্বোধন করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ নাজমুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা আপনাদের পৌর কর প্রতি বছর সময়মতো পরিশোধ করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সকল সুযোগ-সুবিধা দেওয়ার জন্য।”
অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের সর্বোচ্চ করদাতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ইউএনও। এছাড়াও তিনি উপস্থিত করদাতাদের নিজ হাতে মিষ্টিমুখ করান।
এসময় উপস্থিত ছিলেন—
মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযূষ কুমার
উপজেলা প্রকৌশলী মোঃ জহির মেহেদী হাসান
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামশেদ আলী
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদিউজ্জামান
পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান
সহকারী প্রকৌশলী মোঃ সুজন আলী
মিরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ মারফত আফ্রিদি
এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের করদাতাগণ উপস্থিত থেকে কর মেলাকে প্রাণবন্ত করে তোলেন।