কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিটন নামে এক রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতরা যাত্রীছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে গাড়ির গতিরোধ করে। এসময় ৫-৬ জনের ডাকাতদল দেশীয় অস্ত্র হাতে যাত্রী ও চালককে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।
অ্যাম্বুলেন্স চালক রতন আহমেদ বলেন, ‘রাতে রোগীকে অক্সিজেনসহ কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিলাম। গাড়িতে রোগী ও তাঁর স্বজনসহ মোট চারজন ছিলেন। পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতেরা আমার গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয় এবং কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়।’
রোগীর স্বজন জালাল উদ্দিন জানান, ‘আমরা চালককে অন্য রাস্তা দিয়ে যেতে বলেছিলাম। কিন্তু তিনি কাতলামারী পথেই যান। পথে ডাকাতরা আমাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে রাত ২টার দিকে রোগীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করি।’
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান বলেন, ‘লিটন নামে ওই রোগী ডায়াবেটিস ও হৃদ্রোগজনিত সমস্যায় ভর্তি হয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল। পথে ডাকাতির এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘ডাকাতির বিষয়ে জেনেছি। এ নিয়ে কাজ চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম
নির্বাহী সম্পাদক : মো. আশরাফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২২, কলোনি বাজার, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
মোবাইল : ০১৭১২-১৪১৮৭৮, ০১৭৩০-১৭১৭৪৬, ই-মেইল: careergala21@gmail.com