ঢাকাWednesday , 3 September 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন সড়ক দুর্ঘটনায় আহত

Link Copied!

 

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন (৫৮) আহত হয়েছেন। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ১০ মাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ফরিদা ইয়াসমিনকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তার প্রাইভেটকারের চালকও আহত হন। দুর্ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ কাভার্ডভ্যান ও চালককে হেফাজতে নিয়েছে।

ফরিদা ইয়াসমিন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের মেয়ে হলেও বর্তমানে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। রাজনৈতিক কারণে তিনি নিয়মিত এলাকায় আসা-যাওয়া করেন।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে কুষ্টিয়া শহর থেকে ভেড়ামারায় ফিরছিলেন ফরিদা ইয়াসমিন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন,
“ফরিদা ইয়াসমিন গুরুতর আহত হয়েছেন। তার মাথা ও কপালে আঘাত লেগেছে। তাকে সিটি স্ক্যান করানো হচ্ছে। রিপোর্ট আসার পর অবস্থা স্পষ্ট হবে।”

এদিকে খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান,
“ফরিদা আপার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। দলীয়ভাবে আমরা তার পাশে আছি।”

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,
“কাভার্ডভ্যান ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। উভয় পক্ষের সঙ্গে কথা হচ্ছে। তারা বিষয়টি আপসে মীমাংসা করতে চান।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।