মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ॥
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একলিমুর রেজা সাবান জোয়াদ্দারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত প্রায় ৮টার দিকে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খয়েরপুর গ্রামে তার নিজ জামাই বাড়ি থেকে তাকে আটক করে।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, একলিমুর রেজার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরেই তাকে নজরদারিতে রাখা হচ্ছিল। অবশেষে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।
স্থানীয় সূত্র জানায়, একলিমুর রেজা বর্তমানে আমলা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদেও রয়েছেন। তার গ্রেফতারের খবর এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
তবে কুষ্টিয়া ডিবি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম
নির্বাহী সম্পাদক : মো. আশরাফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২২, কলোনি বাজার, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
মোবাইল : ০১৭১২-১৪১৮৭৮, ০১৭৩০-১৭১৭৪৬, ই-মেইল: careergala21@gmail.com