কুষ্টিয়া প্রতিনিধি | ২১ সেপ্টেম্বর ২০২৫
একাধিক বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক ও সংবেদনশীল বিষয়ে বক্তব্য না দেওয়ার নির্দেশনা দিয়েছে সংগঠনটি।
রোববার (২১ সেপ্টেম্বর) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুফতি আমির হামজা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,
“সংগঠন থেকে আমাকে বলা হয়েছে— বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দিতে। দুইজন কেন্দ্রীয় দায়িত্বশীল বলেছেন মাহফিলে আমি যেন সতর্ক থাকি। আমি এখন থেকে কেবল কুরআনের তাফসির নিয়েই কথা বলব।”
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের আজান প্রসঙ্গ নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনার বিষয়ে তিনি বলেন,
“সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুল করে মুহসিন হল বলেছি। এটা মুখ ফসকে হয়েছে। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। সেখানে কিছু ঘটনা শুনেছি, তবে এভাবে বলা উচিত হয়নি। আগামীতে সতর্ক থাকব।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ‘মদের বোতল’ নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি জানান,
“আমি ওই ক্যাম্পাসে ছিলাম। কি হতো সবাই জানে। এখন শুনছি মদের বোতলে পানি খায়। যদি তাই হয় আমি দুঃখিত। আর এসব বিষয়ে কিছুই বলব না।”
এছাড়া ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে ঘিরে দেওয়া বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন,
“মা হাওয়ার সৌন্দর্যের তুলনা করতে গিয়ে কথাটা বলেছিলাম। এজন্য মাফ চেয়েছি। কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি।”
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মুফতি আমির হামজা। তবে সাম্প্রতিক একাধিক বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল, এমনকি ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতাকর্মীরাও তার সমালোচনা করেছেন এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম
নির্বাহী সম্পাদক : মো. আশরাফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২২, কলোনি বাজার, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
মোবাইল : ০১৭১২-১৪১৮৭৮, ০১৭৩০-১৭১৭৪৬, ই-মেইল: careergala21@gmail.com