ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
রোববার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে, ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশের সময় কিছু সামগ্রী বহনে নিষেধাজ্ঞা থাকবে। এর মধ্যে রয়েছে—
ব্যাগ
মোবাইল ফোন
স্মার্ট ওয়াচ
যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস
পানির বোতল
তরল জাতীয় পদার্থ
এছাড়া জানানো হয়, ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথ নির্ধারণ করা হয়েছে। সব ভোটার উপস্থিত হলেও এবং প্রতিজন ভোটার যদি গড়ে ১০ মিনিট সময় নেয়, তবুও কোনো ধরনের বিঘ্ন ছাড়াই বিকেল ৪টার মধ্যে ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে।
এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন।
নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন নিজেদের প্যানেল দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম
নির্বাহী সম্পাদক : মো. আশরাফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২২, কলোনি বাজার, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
মোবাইল : ০১৭১২-১৪১৮৭৮, ০১৭৩০-১৭১৭৪৬, ই-মেইল: careergala21@gmail.com