দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি।।
কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সর্বসাধারণের সাথে মতবিনিময় করেছেন। ১১ই সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হোসেন আহমেদ স্বপন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের ভয়াবহতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, চিকিৎসা সুবিধা, চুরি-ডাকাতি, মবপ্রবণতা এবং এর প্রতিকারমূলক দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ দৌলতপুর উপজেলা আমীর উপাধ্যক্ষ মোঃ বেলাল উদ্দীন, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম এবং মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সানাউল্লাহ।
মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।