স্টাফ রিপোর্টার
স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর পরিবর্তে সরকারি কর্মকর্তা কিংবা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।
রোববার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক নেতা কিংবা ব্যক্তিদের থাকার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তাদের অযাচিত হস্তক্ষেপের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এ সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হবে।”
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া ১৮টি প্রস্তাবের মধ্যে আটটি দ্রুত বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা। কমিশনের মতে, এই প্রস্তাবটি সহজে ও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব।
এরই ধারাবাহিকতায় ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, “রাজনৈতিক ব্যক্তিরা ম্যানেজিং কমিটিতে সংশ্লিষ্ট থাকায় নানা সমস্যার সৃষ্টি হয়। তাই তাদের বাদ দিয়ে সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য কমিশন জোরালো সুপারিশ করেছে।”
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম
নির্বাহী সম্পাদক : মো. আশরাফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২২, কলোনি বাজার, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
মোবাইল : ০১৭১২-১৪১৮৭৮, ০১৭৩০-১৭১৭৪৬, ই-মেইল: careergala21@gmail.com