কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বটতৈল ইউনিয়নের ভাদালিয়াপাড়া এলাকার একটি মেহগনি গাছের বাগান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মেহগনি গাছের নিচে মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।তিনি আরও জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।