ঢাকাSaturday , 6 September 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

থমথমে হাটহাজারী, ১৪৪ ধারা জারি – যান চলাচল বন্ধ, গ্রেপ্তার ১

nobokanthonews
September 6, 2025 11:30 pm
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হাটহাজারী পৌরসভা এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে একাধিক গাড়ি ভাঙচুর করা হয় এবং মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অশান্ত হয়ে পড়ে।

ঘটনার জেরে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ওই সব রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত হয় একটি উসকানিমূলক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হলে মুহূর্তের মধ্যে তা সহিংসতায় রূপ নেয়। এ ঘটনায় আরিয়ান ইব্রাহিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন হাটহাজারী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে, পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনসাধারণকে অহেতুক বাইরে না বের হওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।