ঢাকাMonday , 14 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

চানখাঁরপুলে গুলি করে হত্যা: ডিএমপির সাবেক কমিশনারসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

nobokanthonews
July 14, 2025 2:52 pm
Link Copied!

রাজধানীর চানখাঁরপুল এলাকায় গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনাল জানায়, আসামিদের দায়মুক্তির আবেদন খারিজ করে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করা হয়। তদন্তে উঠে আসে, এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা যা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাঁরা হলেন—

  • হাবিবুর রহমান, সাবেক ডিএমপি কমিশনার (পলাতক)

  • সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক যুগ্ম কমিশনার (পলাতক)

  • শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (পলাতক)

  • মোহাম্মদ ইমরুল, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার (পলাতক)

  • মো. আরশাদ হোসেন, শাহবাগ থানার সাবেক পরিদর্শক (গ্রেপ্তার)

  • মো. সুজন হোসেন, কনস্টেবল (গ্রেপ্তার)

  • ইমাজ হোসেন, কনস্টেবল (গ্রেপ্তার)

  • মো. নাসিরুল ইসলাম, কনস্টেবল (গ্রেপ্তার)

গ্রেপ্তারকৃত চারজনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছে। মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১১ আগস্ট থেকে।

মানবতাবিরোধী অপরাধের এই মামলাটি দেশে আলোচিত ও স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। এটি বিচার বিভাগীয় প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যেখানে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।