ঢাকাMonday , 4 August 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

nobokanthonews
August 4, 2025 11:01 pm
Link Copied!

মিরপুর প্রতিনিধি।। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৪ আগস্ট ২০২৫ সোমবার বিকেলে মিরপুর ঈগল চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি বলেন,

“এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে অপসারণ করা হয়েছিল। এই আন্দোলনে প্রাণ দিয়েছেন প্রায় ২ হাজার তরুণ এবং আহত হয়েছেন অন্তত ২০ হাজার। এটি ছিল ইতিহাসে ছাত্র-জনতার গৌরবোজ্জ্বল অধ্যায়।”

তিনি আরও বলেন,

“বাংলাদেশে ছাত্র আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে—১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন।

জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন,

“বিএনপি একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনৈতিক দল। চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা বিশৃঙ্খল ব্যক্তিরা এখানে জায়গা পাবে না।”

তিনি আরও বলেন,

“তারেক রহমান আজ অত্যন্ত দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব দিচ্ছেন। নিজস্ব গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে তিনি মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করে দিকনির্দেশনা দেন।”

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আমরাফুজ্জামান শাহীন এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু।
বক্তব্য রাখেন আব্দুর রশিদ, খন্দকার ওমর ফারুক কুদ্দুস,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, আজাদুর রহমান আজাদ, সুলতান আলী, সংগ্রাম খান জিল্লু প্রমুখ।

বক্তারা বলেন,

“গণতান্ত্রিক আন্দোলনের এই বিজয়ের দিনটি শুধু উদযাপন নয়, বরং নতুন শপথের দিন। আগামীতে আন্দোলন আরও বেগবান করতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।