ঢাকাFriday , 8 August 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার মিরপুরে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা ও বাল্যবিবাহ নিরোধ বিষয়ে এক সচেতনতামূলক সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধীজনরা।

মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম। তিনি কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবার, বিদ্যালয় ও সমাজকে একসাথে কাজ করতে হবে যেন কিশোরীরা নিরাপদ, স্বাস্থ্যবান এবং শিক্ষিতভাবে বেড়ে উঠতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম মাস্টার। তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য এমন সচেতনতা মূলক আয়োজন তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিয়মিত এমন উদ্যোগকে স্বাগত জানাই।”

আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবকরাও কিশোরীদের স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকি বিষয়ে সচেতন হচ্ছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা সংক্রান্ত লিফলেট বিতরণ ও খোলা আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।