ঢাকাThursday , 14 August 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

নবকণ্ঠ ডেক্স
August 14, 2025 10:19 pm
Link Copied!

 

ঢাকা, বৃহস্পতিবার ─ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। এর আগে তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন মেলে।

কেরানীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুম জানান, কারা তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। বিকেল সাড়ে ৫টার দিকে জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর তাঁর পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়।

গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। চলতি বছরের ৫ আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় প্রথমে কারা হাসপাতালে এবং পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বিরুদ্ধে অন্তত ১২টি মামলা ছিল, যেগুলোতে তিনি পর্যায়ক্রমে জামিন পান। সর্বশেষ পল্টন থানার মামলায় জামিনের পর তাঁর মুক্তির পথ খুলে যায়।

সাতবার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসন থেকে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তাঁর ছেলে মাহবুব রহমান রুহেল একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।