ঢাকাMonday , 25 August 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে সাংবাদিকের ওপর হামলা, যুবক গ্রেপ্তার

nobokanthonews
August 25, 2025 12:01 am
Link Copied!

  1. মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মিলন হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর সাভারের তেতুলঝড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিলন হোসেন দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের বাসিন্দা।

জানা যায়, মিরপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ গত ১১ আগস্ট ফজরের নামাজ আদায়ের জন্য পৌরসভার সেক্টরপাড়ার নিজ বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে মিলন হোসেনের নেতৃত্বে ৪–৫ জন দেশীয় অস্ত্র, হাতুড়ি ও লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা গুরুতর আহত ফিরোজকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকার শ্যামলীর ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাগনে ইদ্রিস আলী বাদী হয়ে মিলনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর সাভার থানাধীন তেতুলঝড়া এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।