মিরপুর উপজেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া মিরপুর মহিলা ডিগ্রী কলেজে গভর্নিং বডির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অত্র কলেজের সভাপতি, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলামকে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় সভাপতি হিসেবে অধ্যাপক শহিদুল ইসলাম শিক্ষার গুণগত মান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, “কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং একাডেমিক পরিবেশ উন্নত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
আলোচনার মূল বিষয়সমূহ
একাডেমিক পরিবেশ: শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির পরিকল্পনা।
অবকাঠামোগত উন্নয়ন: কলেজের ভবন ও অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়, যা মানসম্মত শিক্ষার সহায়ক।
শিক্ষকদের ভূমিকা: শিক্ষার মান নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানসহ কলেজের গভর্নিং বডির সদস্যরা।