ঢাকাSunday , 7 September 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু, আটক- ১

nobokanthonews
September 7, 2025 8:54 am
Link Copied!

 

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত বাবুল আক্তার (৫২) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাবুল আক্তার ঢাকার বাড্ডা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। হামলাকারীদের মধ্যে অন্যতম আলম হোসেন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক  বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বাবুল আক্তার ও সোহাগ হোসেন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নয়দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বাবুল আক্তার মারা যান।

সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় বাবুল আক্তার নিজেই বাদী হয়ে আলম ও নবীর নাম উল্লেখ করে ৭–৮ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছিলেন।

এদিকে বাবুল আক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বিক্ষুব্ধ জনতা ঘটনার সাথে জড়িত মারুফ হোসেন (৪০) নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, “সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছিল। আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে রয়েছেন। বাবুল আক্তারের মৃত্যুর পর নতুন করে হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।