মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
তিনি বলেন, “২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। যে লক্ষ্য নিয়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে তা যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”
জেলা প্রশাসক আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার হরণ করেছিল এবং ২৬ লাখ কোটি টাকা লুট করে অর্থনৈতিক সংকট তৈরি করেছিল। বর্তমান পরিস্থিতিতে সব সমস্যার সমাধান একসাথে সম্ভব নয়। তাই ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শিক্ষা প্রসঙ্গে তিনি ঘোষণা দেন—“স্কুল ও কলেজ চলাকালীন সময়ে কোনো কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না। আইন ভঙ্গ হলে ব্যবস্থা নেওয়া হবে।” একইসাথে মাদকের কুফল তুলে ধরে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবু সালেহ মো. নাসিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল কাফী।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মমতাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারি মাওলানা শেখ মহিউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী এবং আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম।
সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক ১১৫ জন হতদরিদ্র মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। পাশাপাশি উপজেলা প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত মিরপুর পশুহাটের টিন শেড ঘরের উদ্বোধন করেন।