ঢাকাSaturday , 12 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রবাস
  9. ফিচার
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. ভ্রমণ
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে আস-সদাকাহ ফাউন্ডেশনের গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন

nobokanthonews
July 12, 2025 10:56 pm
Link Copied!

মিরপুর (কুষ্টিয়া), ১২ জুলাই:
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আস-সদাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) উপজেলা পৌরসভা এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আস-সদাকাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ ওমর ফারুক।
এ সময় তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, বরং মানুষের জীবন ও প্রকৃতির অস্তিত্ব রক্ষায় বড় ভূমিকা রাখে। তাই আস-সদাকাহ ফাউন্ডেশন প্রতিজ্ঞাবদ্ধ—প্রতিবছর দেশব্যাপী চারা রোপণের মাধ্যমে সবুজায়নে ভূমিকা রাখবে।”
চারা রোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্য ও এলাকাবাসী অংশ নেন। এ সময় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
আস-সদাকাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে পুরো মিরপুর উপজেলায় স্কুল, মসজিদ, কবরস্থান ও খালি জায়গাগুলোতে গাছ রোপণ করা হবে।
পরিবেশ রক্ষার এই মহৎ উদ্যোগে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিতভাবে গাছগুলোর পরিচর্যার আশ্বাস দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।