মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ঔষধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর বাজারের তিনটি ঔষধের দোকানে এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম।অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুত রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী—
সেবা ঔষধালয়কে ৭ হাজার,ডটার্স ফার্মেসীকে ৮ হাজার এবংপপুলার ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।ইউএনও নাজমুল ইসলাম বলেন, “মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এ অভিযানে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।