কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আজ (২৫ আগস্ট) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান উদ্ধারকৃত ১৭টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন।
এসময় পুলিশ সুপার জানান, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার মাধ্যমে পুলিশকে অবহিত করার প্রয়োজনীয়তা রয়েছে। এতে করে দ্রুত মোবাইল শনাক্তকরণ ও উদ্ধারের সুযোগ বাড়ে। তিনি আরও বলেন, ভবিষ্যতে মোবাইল চোর ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও ভুক্তভোগী মালিকরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।